অপূর্ব প্রেম

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

Azaha Sultan
  • ১০৭
  • 0
  • ৭৯
বর্ষাস্নাত সকাল। বাসে সফর করছে অনি। পুরা নাম : অনিরুদ্ধ হাওলাদার। সংসারে অনিকে আদরে আদরে গ্রহণ করে রুদ্ধকে যখন অনাদরের কারাবাসে নিক্ষেপ করা হয়, তখন পূর্ণরূপে রূপায়িত হয় 'অনি'। বর্তমানে তাকে 'অনিরুদ্ধ' বললে, বান্ধবমহলেও চেনা দায়। চালকের পশ্চাদাসনে আসীন। রঙিন চশমা পরে আছে চোখে। না_না_একেবারে রঙিন বলা সমীচীন হবে না_কৃষ্ণ রঙিন। বাইর হতে চক্ষুদ্বয় দর্শনের কোনও সুযোগ নেই। স্টপ স্টপে যাত্রী উঠানামা চলছে। আষাঢ়ের মাঝামাঝি সময়। এই সময়টাতে বর্ষণের উপর আস্থা রাখা যায় না, যখন তখন বর্ষণমুখর হয়ে উঠতে পারে_কখনও প্রবলাকারে মুষলধারে_কখনওবা শীতলাকারে থেমে থেমে। বর্তমানে আকাশের রঙ ফর্সা; তবু গুটিগুটি বৃষ্টিকণা ঝরছে অজস্র! ...অর্ধসিক্তা শুভ্র এপ্রন পরিহিতা একটি তরুণী উঠে বসল চালকাসন ঘেঁষে_হাঁটুদ্বয় স্পর্শ করে_একেবারে অনির সম্মুখে! বৃষ্টিধৌত তরুণীর অবয়বে ফুটে উঠেছে অপ্সরারূপ! আপ্লুত চিকুররাশি বেয়ে টপটপ করে ঝরছে স্বচ্ছ জলের ফোঁটা। ললনার এক হাতে কিছু বইখাতা_অন্য হাতে একখানা পরিষ্কার উপনেত্র ও একটি অসামান্য লেখনী। সহজে বুঝা যাচ্ছে_কোনেক কলেজছাত্রী_রওনা হয়েছে বিদ্যোপার্জনে। তবে...? হাঁ, ছাতা একখানা সঙ্গে ছিল, কিন্তু কলমটা ক্রয়কালীন যথাস্থান থেকে দোকানিকেও ফাঁকি দিয়ে উধাও! ... ...
কচুলতা ভোজনে যেমনে চুলকে উঠে গলা, তেমন করে যেন সুড়সুড়ি দেওয়া হচ্ছে অনির হাঁটুদ্বয়ে_অনুভূতি হচ্ছে দেহমনে! আড়চোখে_বারবার চক্ষুবিনিময় হচ্ছে উভয়! অনির পাশর্্বাসনে বসা একজন পঞ্চাশোধর্্ব বয়স্ক_জানালার ফাঁক দিয়ে বারবার বাইরে তাকাচ্ছে। ...এসব অবলোকন করছে কিনা বুঝা যাচ্ছে না। এমন সময় চালকের এক অপূর্ব কাণ্ডকে অনেকে মন্দ বললেও অনির জন্য শুভক্ষণ : একেবারে প্রভুর দয়া_আশীর্বাদই বটে! 'ঘটেছে কী' কৌতূহলী অনেকে_নিরীহ এক কুকুরকে বাঁচাতে চালক গতিরোধ করলে প্রচণ্ড ধাক্কা লাগে অসতর্ক যাত্রীগণে। সেই মুহূর্তে অনি মেয়েটির বুকে শিরাসন করলে : লজ্জায় হতবুদ্ধি যুগল_'দুঃখিত' 'দুঃখিত' বলে অনি দুঃখপ্রকাশ করলে : ব্রীড়ানতমুখে মেয়েটি ঈষৎ হাসে_বলে_ঠিক আছে...ও কিছু না। তারপর...কিছুক্ষণ পর মেয়েটি তার গন্তব্যোদ্দেশে অবতরণ করে_যেতে যেতে পুনঃপুন পশ্চাতে দেখে। অনিও উপনেত্রটা মাথায় তুলে বাতায়নফাঁকে অপলকে চেয়ে থাকে।
অনি যাচ্ছে বাড়ি। কিন্তু এমুহূর্তে হৃদয় তার হারিয়ে গেছে কল্পদিগন্তে! যেখানে মাসে-দু-মাসে একবার যাওয়া-আসা হয় না তার, সেখানে সাপ্তাহিক যাতায়াত করতে লাগল আজকাল! উদ্দেশ্য কী, সেটা ব্যক্ত করার প্রয়োজন বোধ করব না_

অনি সদ্য বিএ পাশ করা একজন কর্মিষ্ঠ যুবক। শহরে একটি পোশাক-রপ্তানি-কোম্পানির উচ্চপদস্থ কেরানি। মাসিক বেতন চৌদ্দ হাজার। সংসারে মা আর ছোট্ট একটি বোন। ... ...গ্রামের দূরত্বটা বাইশ মাইল। ইতোমধ্যে কয়েকবার বাড়িতে আসাযাওয়া হয়ে গেছে : মেয়েটির দর্শন হল না। এখানে কথাটি ন্যায্য : পথের দেখা কে কবে মনে রাখে! ঘটে তার বিপরীত। আরেকদিন_বর্ষামৌসুমটা যায় যায়_কাঠফাঁটা রৌদ্র বের হয়েছে গগন বিদীর্ণ করি_অনি যাচ্ছে বাড়ি_মেয়েটি উঠল গাড়িতে! মহিলাসন হতে পুরুষাসনাবধি কোথাও একখণ্ড স্থান অবশিষ্ট নেই যে, দু-দণ্ড স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দাঁড়ায়। অতিরিক্ত জনভিড়ে_ঠেলাঠেলি করে একজন যাত্রিণী আসন ব্যতীত দাঁড়িয়ে থাকবে, এটা যে-কোনও সভ্য দেশের জন্য অসভ্যব্যাপার, তেমনি অশ্রদ্ধেয় কালিমার বিষয়ও বটে এবং এমন অসৌষ্ঠব অশিষ্টতাকে যারা আস্বাদ মনে করে : তারা বর্বর_মনুষ্যনামের কলঙ্ক।
একটুপর অনির চোখাচোখি হল মেয়েটির_মিষ্টি হেসে বলল, আপনি!
অনি কবে হতে আসন ত্যাগ করে দাঁড়িয়ে আছে মেয়েটির জন্যে! মুখগহ্বরে মৃদু হাসে_নয়নেশারায় তার আসনে বসার আমন্ত্রণ জানায়... ...
মেয়েটি ঈষৎ হাসে_আপত্তিকণ্ঠে ধন্যবাদ জানায়_অক্ষীঙ্গিতে বুঝাচ্ছে, যথাস্থানে ঠিক আছে। কিন্তু, অনির বিনয়ী আবেদনে সাড়া না দিয়ে পারল না... ...। অনি দাঁড়িয়ে আছে মেয়েটির আসনপাশ্বর্ে। সত্তর কিলোমিটার বেগে ছুটে চলছে গাড়িটি। চালকের ব্র্যাক কষাকষিতে হেলেদোলে বারাবার স্থির হচ্ছে দণ্ডায়মান যাত্রীসকল। মেয়েটি পুনঃপুন... ...অনিও বারবার... ...পরস্পর পরস্পরকে সঙ্কোচ করছে। লজ্জায় একে অপরকে কিছু বলতে পারছে না। আড়াআড়িভাবে উভয় উভয়ের প্রতি আকৃষ্ট দৃষ্টিতে তাকাচ্ছে। দু-জনার চোখেমুখে লজ্জানুরক্ত হাসি। চালক সজোরে ব্র্যাক কষল_টালমাটাল যাত্রীগণ পতিতোপক্রম_মেয়েটি অনির হাত ধরে টেনে স্থির করল। অনি হেসে বলল, ধন্যবাদ। লজ্জারুণ মেয়েটি আনতমুখে কিঞ্চিৎ হাসে...
হঠাৎ বজ্রসঙ্কেত_প্রলয়ান্ধকার হয়ে তুফানবেগে ছুটছে বাতাস! গাছপালা ভেঙে চুরমার হয়ে বোধহয় এক্ষুনি মাটিতে পাতবে আসন! যাত্রীগণ চালককে বারবার সতর্কবার্তা শুনাচ্ছে_গতিশক্তি যাতে কমায়, প্রয়োজনে গাড়ি রোধ করে; আকাশের পরিণতি কি বুঝা যাচ্ছে না। ...তারপর ক্রমান্বয়ে বায়ুগতি হ্রাস পেল। মেয়েটির গন্তব্য এল। আসমানে এখনও ভাসছে কৃষ্ণ মেঘের ভেলা_একটু পরপর কুলিশধ্বনি। অনিকে অবতরণের আভাস দিয়ে সপ্তদশী গাড়ি থেকে নেমে পড়ল। অনির হৃদস্পন্দন শত বেগে বেড়ে চলল! মিরের হাট যাত্রীছাউনি থেকে অর্ধার্ধক্রোশ পশ্চিমে মেয়েটির বিদ্যাপীঠ। নিয়মিত পদব্রজে গমনাগমন করতে হয় এটুকু পথ। রাস্তাটি প্রায়ই নির্জন_পথিকের চলাচল তেমন একটা চোখে পড়ে না। কারণ এখানকার বিদ্যার্থীদের জন্যে এ রাস্তার উৎপত্তি এবং বিদ্যালয়প্রাঙ্গণ পর্যন্ত গমন করেই তার যাত্রাবসান। এ সংকীর্ণ পথটি মেয়েটির জন্য নিরাপদ ও সংক্ষিপ্ত। ...দু-জন পাশাপাশি হাঁটছে_আলাপাদি টুকটাক চলছে_তবে কী কথোপকথন হচ্ছে তা শুনা যাচ্ছে না। কাষ্ঠপদে ভর করে একজন পঙ্গু ভিক্ষুক পাশ কেটে চলে যাচ্ছে_অনি ভিক্ষুকটির হাতে পাঁচটি টাকা গুঁজে দিল_ভিখারি যেন পৃথিবী পেল। এমন সময় ঝুমঝুমিয়ে বৃষ্টি এল। সম্মুখে জরাজীর্ণ পরিত্যক্ত একটা কাষ্ঠনির্মিত চৌচালা দোকান। অনি আর মেয়েটি দৌড়ে গিয়ে সেই দোকানটাতে আশ্রয় নিল। বোধ হচ্ছে সরীসৃপরাজ্য। কত বছর ধরে ব্যবহারযোগ্য হয়ে পড়ে আছে বুঝার উপায় নেই। বায়ুকোণে মস্ত একটি বটবৃক্ষ। দোকানটি হেলে গিয়ে বৃক্ষটার গায়ে ঠেস দিয়ে কবে হতে দাঁড়িয়ে আছে কে জানে। এ গাছই আজ তার বড় সহায়ক। ঊর্ণনাভে বুনেছে যেখানে-সেখানে বাসা। উইপোকা গড়ে তুলেছে বল্মীক। ইঁদুর খোঁড়েছে অসংখ্য গর্ত। নৈর্ঋতকোণে সুখের নিদ্রায় ঘুমাচ্ছে একটি কুকুর। ঈশানকোণে দুটো বাচ্চা নিয়ে লোটে আছে একটি ছাগি। বৃষ্টি হচ্ছে দেদারছে_এক একটি ফোঁটা যেন এক একটি পাটকেল। কিছুক্ষণ পর ভনভন শব্দ শুনা গেল। ঘুণপোকায় আক্রান্ত_ছাদের একটা জীর্ণখুঁটিতে দর্শন মিলল একটি মৌচাকের! উভয় আশ্চর্য হল।
অনি বলল, এখনও বোধহয় কোনও সৌভাগ্যবান মধুসংগ্রাহকের নজরে আসে নি।
মেয়েটি বলল, হয়তো_তবে যার ভাগ্যে আছে : এটা নির্দিষ্টভাবে লিখা থাকে কিন্তু_সে অবশ্য ভাগ্যবান! ভাগ্যিস_
মেয়েটির মধুরসপ্রীতি দেখে যথাসম্ভব অনি বিস্মিত_বিস্ময়ে বলল, আপনার ভাল লাগে?
নন্দিনী বলল, লাগবে না মানে! মধু কার-না ভাল লাগে?
অনি রসিকতা করে বলল, এত দিন জানতেম, মধুর প্রতি দুর্বলতা কেবল পুরুষেরই আছে_আজ জেনেছি মেয়েদের দুর্বলতার কথা!
নন্দিনী হেসে বলল, দুর্বলতা! আকর্ষণ কেন নয়?
অনি হেসে বলল, যে জিনিসকে মানুষ মরিয়া হয়ে চায়, সেই জিনিসের কাছে সে সব সময় দুর্বল...এবং আকর্ষণের বিপরীত দিক হচ্ছে 'দুর্বল'।
নন্দিনী বলল, গুপ্তধনের প্রতি সকলের যেমন একটা টান_এও তো একপ্রকারের গুপ্তধন।
অনি বলল, গুপ্তধনের সন্ধান যখন অনায়াসে মিলেছে, তা হলে আর দেরি কেন_
নন্দিনী বিস্ময় প্রকাশ করে বলল, বলেন কি! ...না না, আপনি এ কাজ করতে যাবেন না; এ কাজে কত শ্রমের দরকার আপনার জানা আছে?
অনি বলল, জানব না কেন_
ইতোমধ্যে উভয়ের আলোচ্য বিষয়ের মধ্যে মাত্র নাম জানাজানির বিষয়কে গণ্য করে, অন্যান্য সবকে নগণ্য হিসাবে বর্জন করব_মেয়েটির সম্বোধনাখ্যা 'বর্ষা' এবং পূর্ণাখ্যা 'অর্পিতা প্রসাদ' হিন্দুসমপ্রদায়ের বামনতনয়া। ... ...অনি কিয়ৎমাত্র বিস্ময় বোধ করল না। কিন্তু বর্ষা 'অনিরুদ্ধ' নাম শ্রবণে একটু বিস্মিত হল। কারণ, সে বোধ করেছিল... ...
যাই হোক, ভাল লাগার বিষয় যেখানে_প্রেমের প্রধান্য সেখানে।
... ...অনি হাসতে হাসতে বিদ্রূপকণ্ঠে বলল, তাই তো বলি_বর্ষারূপের এত মাধুর্য কেন।
বর্ষা বলল, কেন?
অনি বলল, আপনার নাম... ...
এ নিয়ে বর্ষাও ঢের ঠাট্টাপরিহাস করল_বলল, পৃথিবীতে 'বর্ষা-বৃষ্টি' নামের এত অভাব হয়েছে যে, যা আমার নাম হলে চমৎকৃত হতে হবে!
অনি হেসে বলল, তা হবে কেন। তবে_
বর্ষা হেসে বলল, মেয়েদের গুণগান গাওয়া ছেলেদের নতুন কোনও বিষয় নয়_এটা ছেলেদের অভিনব এক সুকৌশল ফাঁদ।
অনি বলল, কথাটা যদি আমার উদ্দেশ্যে বলা হয়, তবে বলব_আমি সত্যকে গলাটিপে হত্যা করে মিথ্যার আশ্রয়ে কখনও পথ চলি না এবং কারও সঙ্গে রসিকতা করতে পারি_প্রবঞ্চনা না। আমার আরও কিছু বিশ্রী কাণ্ড আছে : আমি কাকে আঘাত করি ত ফুল দিয়ে_পাথর দিয়ে নয় এবং সাজা দিই ত শ্রীকান্তকারাগার_নির্জন কোনও অন্ধকার দ্বীপ নয়। আলোর ঘরে আমার জন্ম হয়েছে, আলোতেই আমার সব সময় পথযাত্রা। তুমি কী মনে করছ জানি না, তবে_এমন কিছু যদি মনে করে থাক তা হলে সেটা হবে তোমার নিতান্ত ভ্রম। কারণ, আমি কারও জীবন নিয়ে ঠাট্টা করতে পারি_জুয়া খেলতে পারি না। বাঁশবনের প্রত্যেকটি বাঁশ যেমন একই ধাঁচের হয় না, তেমনি বিধিসৃষ্টির সকল বস্তু এক রকমের হয় না।
বর্ষা অনুতপ্ত হয়ে বলল, দুঃখ পেলেন বুঝি? আপনাকে দুঃখ দেওয়া তো আমার উদ্দেশ্য ছিল না। আসলে_'মরণাবধি মানুষের শিক্ষার প্রয়োজন আছে' কথাটা নেহাত সত্য। উপহাসে মানুষ বিরক্ত হয় জানি_উন্মত্ত হয় জানতাম না।
অনি বলল, কিছু কিছু মানুষের এরকম বদাভ্যাস থাকা শ্রেয়_যা আমি মনে করি।
বর্ষা বলল, আপনার ভাল লাগা আমার মোটেও ভাল লাগে নি।
অনি বলল, নাইবা লাগল_কিন্তু ওজনহারা মানুষকে কখনও আমি সুজন মনে করি না।
বর্ষা বলল, এ কথাটা ভাল লাগল।
দু-জন হাসির কল্লোলে ভেসে পাড়ি দিল যেন মহারত্নাকর। অতঃপর... ...রচিত হল বার হাজার প্রেমের আখ্যান।

বর্ষা মধ্যবিত্ত পরিবারের আদরের দুলালী। দুই ভাই_দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠা। বাবা 'হরনাথ প্রসাদ' নিষ্ঠাবান একজন ব্যাংককর্মকর্তা_মা 'কাননবালা' প্রাইমারি স্কুলশিক্ষিকা। দিদির নাম 'তৃষা' পুরা নাম 'শ্রীমিতা প্রসাদ' বিয়ে হয়েছে এক বছর পূর্বে, এক বিত্তবান পরিবারে_থাকে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায়। বড়দাদার নাম 'অতুলনাথ প্রসাদ' থাকে গ্লাফে_তেমন সুবিধা দেখা যাচ্ছে না, বোধহয় ফেরত আসবে। ছোটদাদার নাম 'প্রতুলনাথ প্রসাদ' বিএ পড়ছে, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে_থাকে ছাত্রাবাসে। সংসার একেবারে ঝঞ্ঝাটমুক্ত বলা যায়।
... ...তাদের প্রেম এতই ঘনীভূত হল যে, অচিরেই উভয়-পরিবারে এবং উভয়-পরিজনমহলে জানাজানি হতে কানাকানিতে অবতরণ করল। বর্ষাদের স্বজনরা ধিক্কারশব্দে_'হুঁ...একটা ম্লেচ্ছকে... ...!' কেউ বলছে_'জ্ঞাতিগোত্রে এতই কি অভাব হয়েছে যে, একজন বিজাতিকে... ...! ছি...লজ্জাহায়া সংসার থেকে উঠে গেল বুঝি!' ইত্যাদি। এদিকে অনির পরিবারবর্গে তেমন একটা হইহুল্লোর শুনা যাচ্ছে না; কারণ ওর পরিবারে আছেইবা কে_নানার বাড়ির দিক থেকে হাতেগুনা গুটিকয়েক আত্মীয়। তার পরেও দুয়েক কথা শুনতে হয় নি এমন কথা নয়। মা বলছে_'এমন বিধর্মী... ...আমাদের সমাজে মানায় না বাবা।' মামা-মামিরা বলছে, '... ...চৌদ্দ গোষ্ঠীর মান-ইজ্জত ডুবাবে আরকি; না হয় এমন কুলহারাকে নিয়ে কেউ ঘর পাততে চায়!' ইত্যাদি ইত্যাদি। বর্ষাকে গৃহবন্দি করে_বিদ্যালয়-যাতায়াত বন্ধ করা হল। অনির সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হল। বর্ষা পাগলপ্রায় : অনিও তাই_
মাস দুয়েক ঘাতপ্রতিঘাতে অতিবাহিত হল। একদিন খবর এল, বর্ষাকে পাঠিয়ে দেওয়া হয়েছে পিসির বাড়ি কলকাতায়! জানা গেল, যাত্রাকালে অন্তর্যামিনী ঘনিষ্ঠা বান্ধবী অর্শার হাতে রেখে গেল অনির জন্যে একখানা হস্তলিখন : অসামান্য একটা চিঠি :_
হাজার বছর পরে
হয়তো আবার দেখা পাবে আমার_
এ করুণার বাসভূমে হয়তো আর আসব না ফিরে।
এ বাংলার লোকালয় তখন হয়তো রবে না
রবে না হয়তো এ বঙ্গদেশের কোনও চিহ্নপ্রতীক
রবে না,
রবে না হয়তো জাতিভেদের কোনও ভেদাভেদ
রবে না রবে না হয়তো মানুষে মানুষে বিবেদ-বিদ্বেষ
রবে না মৃত্তিকায় কেউ_রবে না অট্টালিকার আত্মগরিমায়
ধনীগরিব_উঁচুনিচু_আর্য-অনার্য প্রভেদ ভুলে মনুষ্যজাতি হবে এক
তখন?
তখন হয়তো পৃথিবীর আরেক দেশে জন্ম হবে আমার_অন্যরূপে_
তুমি হবে আরেক_হয়তো রবে দূরে_কিবা_তবু হৃদয়ের কাছে
তোমার আঙিনার হলুদবনে গুলঞ্চলতার ফুলটিরে ভালবাসবে তুমি_
হয়তো সে আমি_অনুভবে সকল অনুভূতি করবে কি বন্ধু স্মরণ!
তখন?
খুঁজে দেখো, ঐ পথের ধারে কলমিডাটায় বসে আছে যে ফড়িং_
তোমার বাড়ির উঠানে_শজনেগাছে বসে আছে যে হলুদ পাখিটি
কিবা বসে আছে পেয়ারাডালে_বারবার উঁকি দিচ্ছে ওই ঘুলঘুলিতে।
অথবা তোমার চলার পথে_দ্রোণ হয়ে জড়িয়ে আছি পায়ে
টের পাবে না বন্ধু!
যে ভালবাসার সমাধি হয়ে চলে যাচ্ছি গহিনারণ্যে
জেনে রেখো মিত্র, সেখানে আমার কবর_
এই যে এ বিদায়ের পল_এই যে অপূর্ণ প্রণয়বিকল
যদি কখনও পূর্ণ হয়_তবে হোক ওই ধরাধামে
চিরানন্দভবে_
এ জগজ্জড়তার ছত্রছায়ায় চাই না একবিন্দু ঠাঁই
চাই না নির্দয়ের কাছে করুণার কড়িমাত্র পাথেয়
চাই না বিরূপ এ চরাচরে মানবরূপে জন্ম নিই আবার
ধর্মান্ধতার যাঁতাকলে বলির মৃগ হতে চাই না_
বন্ধু!
আমায় যদি মনে পড়ে_তবে দেখো, ওই নক্ষত্রের ধারে
খদ্যোতাভায় জ্বলছে মিটিমিটি_দলেদলে করছে নর্তন
হয়তো সেখানে আমি একজন_আলোর মশাল জ্বেলে
প্রিয়তমের প্রতীক্ষায় বসে আছি আহ্লাদে শুধু আহ্লাদের ঘরে
মনে রেখো,
সেদিন ফুটবে না আর কোনও বেদনার নীলকমল
আসবে না আর কোনও বিদায়ব্যথার করুণমুহূর্ত
যেতে হবে না দূরে_অনেক দূরে_প্রিয়জন ছাড়ি
এবার চলে যাই_যেতে বাধ্য_আমি নিরুপায় আশ্রয়হীন
বন্ধু, বিদায়_
অপরাধিনী আমি নই_তবে ভাবো যদি অপরাধী
মানি বিধিলিখন_ধন্য তবে ধিক্কারের বাণী যদি পাই
আবার জন্ম যদি সত্য হয়_চাইব না এ হিংস্র জীবন
পুনর্জন্মে যদি আসি মাছরাঙা হয়ে ওই নদীটির কিনারে
ধন্য সেই জনম।
__
...পড়তে পড়তে অনির অশ্রুতে সিক্ত হল পত্রপর্ণ_ভাঁজ করে রেখে দেয় পকেটে। বারবার পড়ে আর অক্ষিতে ঠেকায়_তারপর চিরদিনের জন্য বন্দি করে হৃদয়কুটিরে।
বার বছর কেটে গেল_এক বিন্দু সুখ ফিরে এল না! ইতোমধ্যে_অনেক আগে মা মরে গেল। আরেকদিন আদরের বোনটিরে বেঁধে দিল চিরবন্ধনের ডোরে। অতঃপর বড়ই একা_ছন্নছাড়া জীবন_একেবারে নিঃস্ব হয়ে বের হয় ভবঘুরে। আজ এখানে : কাল ওখানে_দেশ হতে দেশান্তরে। কোথায় যাত্রাসমাপ্তি_শেষ ঠিকানা কোথায় কে জানে। এ-ই দীর্ঘ দাড়িগোঁফ_লম্বা চুলে ধরেছে পাক। মলিন বস্ত্র পরনে চলছে_চলছে_চলছে_সুদীর্ঘ পথ অতিক্রম করে এক আশ্রমের দ্বারে এসে শেষ আশ্রয়! এক শ চার ডিগ্রি জ্বরের তাপমাত্রায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না আর। কাশিতে জর্জরিত বক্ষ। অাঁখিদ্বয়ে বয়ে যাচ্ছে শত বেদনার ক্রন্দনাশ্রু। একটি রমণী এসে মাথা তুলে নিল কোলে। অশ্রুপূর্ণ চোখে পরিষ্কার দেখা যাচ্ছে না। রমণীর অাঁচলে মুছে দিচ্ছে চক্ষুদ্বয়। হঠাৎ বৃষ্টি এসে ধুয়ে দিল উভয়কে। একে অপরকে জড়িয়ে ধরল বুকে! আজ চবি্বশ বছর পর... ...যেন স্বপ্নের জগতে প্রবেশ করছে বর্ষা... ...বিশ্বাস কি করে হয়... ...একি! চৌতুর্দিকে চোখ ঘুরিয়ে দেখে_না না, সব দিকে ঠিক আছে প্রকৃতি! তা হলে? ... ...হাজার প্রশ্ন মনে! কান্নার জলে ভেসে যাচ্ছে দু-জনের নয়ন। অনি কাশতে কাশতে ক্ষীণকণ্ঠে জিজ্ঞেস করে : বর্ষা, তুমি এখানে! কিভাবে?
বর্ষা চুম্বনের পর চুম্বন দিয়ে বলল, সেই অনেক কথা_আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল তারা।
অনি বলল, তা হলে?
বর্ষা কান্নাজড়িতকণ্ঠে বলল, রাতের অাঁধারে পালিয়ে এসে এ আশ্রমের কর্ত্রীর নিকট আশ্রয় নিই। বড়ই মহতী ছিলেন এ বৃদ্ধা কর্ত্রী। আমাকে সন্তানাধিক ভালবাসতেন। অতঃপর আমার হাতে আখড়ার ভার সোপর্দ করে আরেকদিন চলে গেল বিধির আমন্ত্রণে। বর্ণনাশেষে যখন বলতে লাগল_'চল মঠে যাই।' দেখা গেল, ততক্ষণে অনির চোখে ঘুম এসে গেছে। আহা! এ তো কোনও সাধারণ ঘুম নয়_একেবারে চিরনিদ্রা! বর্ষা একবিন্দু চোখের জল বিসর্জন দিতে হল না আর_একটুপর টলে পড়ে বর্ষার নিথর দেহ অনির বুকের উপর। স্তব্ধ হয়ে যায় পৃথিবীর নাড়ির বন্ধন! থেমে গেছে সব কোলাহল! মিটে গেছে অপূর্ণ প্রেমের ক্ষুধিত যন্ত্রণা। ... ...আখড়ার লোকজন এসে... ...অতঃপর... ...অনির লাশের উপর তাণ্ডব : অপরিচিত জন_হিন্দু না মুসলিম_বৌদ্ধ না খ্রিস্টান... ...অবশেষে... ...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Azaha Sultan বন্ধুগণ, এ গল্পটি অনেক কষ্ট করে পড়েছেন যাঁরা.....আমার প্রকৃত বন্ধুই বটে--আপনাদের সকলকে অফুরন্ত ভালবাসা এবং কুর্নিশ...আপনাদের সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দের জোয়ার.....ধন্যবাদ সকলকে....
ভালো লাগেনি ৩০ সেপ্টেম্বর, ২০১১
Azaha Sultan নিরো, নতুনের মাঝে আমি চিরপুরাতন......হাহাহা....তোমাকে অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য সবগুলো কি নতুনঢঙে পড়বে, কিছু পুরাতনঢঙেও পড়- স্বাদ কোথায় কেমন তবে সহজে বুঝা যাবে। আবু ওয়াফা মু. মুফতি দাদা, অনেক ধন্যবাদ.....
ভালো লাগেনি ২৭ সেপ্টেম্বর, ২০১১
আবু ওয়াফা মোঃ মুফতি খুব ভালো লাগলো |
ভালো লাগেনি ২৭ সেপ্টেম্বর, ২০১১
Azaha Sultan রানা, বন্ধু, তোমার পুনরায় আগমনে আমি অনেক ধন্য হলাম.....তোমার শতায়ু কামনা করলাম...অনেক অনেক ধন্যবাদ বন্ধু,
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো ও দাদা, এ কী করলে........ পড়ছিলাম আর বারবার পুরনো ঢং এর স্বাদটা মনে নাড়া দিয়ে যাচ্ছিল। এ কী তোমার প্রেম কাহিনীর খানিকটা কর্তিত রূপ নাকি দাদা? কিন্তু বানানগুলো খুব ভোগাল দাদা।
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১১
Azaha Sultan তানভীর, বন্ধু, গল্পটি দীর্ঘ হয়ে যাচ্ছে বিধায় আর অগ্রসর হলাম না....তোমাকে অনেক অনেক ধন্যবাদ.....
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১১
মিজানুর রহমান রানা আযহা ভাই, গল্পটি আবারও পড়লাম। শেষে ব্যবহৃত কবিতাটি অপূর্ব। আপনার লেখনিশক্তির আবারও প্রশংসা করছি। শুভ কামনা থাকলো বরাবরের মতোই।
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১১
তানভীর আহমেদ শব্দের এমন ব্যতিক্রম ব্যবহার গল্পটির জন্য বিরাট সম্পদ। আমি হতবাক! তবে রোমান্টিক গল্পের পরিসরে আরো বিয়োগান্তক অনুসঙ্গ যোগ করলে প্রকৃত অর্থে সার্থক বলতে পারতাম।
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১১
Azaha Sultan নিরব, তুমি কোথায়? ওদিকে ফুলে ফুলে ভরে গেছে গল্পকবিতার আঙিনা....বিজয়ীদেরকে তাড়াড়াড়ি পুষ্পডালা পাঠাও......হাহাহা.....অনেক অনেক ধন্যবাদ--তোমার মহারাজ ভাল ত?
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১১
নিরব নিশাচর ............................ পাইনা
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১১

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪